প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

একইসঙ্গে করোনা, এইডস এবং মাঙ্কিপক্সে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২ ১৮:১৩:২৬ | আপডেট: ২ years আগে
একইসঙ্গে করোনা, এইডস এবং মাঙ্কিপক্সে আক্রান্ত

একইসঙ্গে ভয়াবহ তিন রোগে আক্রান্ত হয়েছেন ইতালির এক ব্যক্তি। মাঙ্কিপক্স, এইচআইভি এবং কোভিড-১৯ এ তিন রিপোর্টই পজেটিভ এসেছে তার।

৩৬ বছর বয়সী ওই ব্যক্তি জুন মাসে স্পেনে পাঁচ দিনের সফর শেষে দেশে ফেরার পর তার জ্বর, গলা ব্যথা এবং অন্যান্য নানা উপসর্গ দেখা দেয়। খবর এনডিটিভি।

জার্নাল অফ ইনফেকশনে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, রোগীর নাম প্রকাশ করা হয়নি। স্পেন সফর শেষে ফিরে আসার প্রায় নয় দিন পরে জ্বর, গলা ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা এবং কুঁচকির পাশে প্রদাহ দেখা দেয়। উপসর্গ দেখা দেয়ার তিন দিন পর ওই ব্যক্তির করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ আসে।

এছাড়াও তার মুখ এবং শরীরের অন্যান্য অংশে ত্বকে ফুসকুড়ি দেখা দেয়। এর পর পুস্টুলস তৈরি হয়। এ অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে যান, যেখানে তাকে ভর্তির জন্য সংক্রামক রোগ ইউনিটে রেফার করা হয়।

নিউজউইকের মতে, লোকটির শারীরিক পরীক্ষায় পেরিয়ানাল অঞ্চলসহ শরীরের বিভিন্ন অংশে দাগ এবং ত্বকে ক্ষত দেখা যায়।

তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে তার শরীরে মাঙ্কিপক্সের উপস্থিতি দেখা দেয়। এছাড়া তার শরীরে এইচআইভি ভাইরাসের উপস্থিতি পাওয়া যায। তাছাড়া, SARS-CoV-2 জিনোমের সিকোয়েন্সিং নিশ্চিত করেছে যে তিনি ওমিক্রন সাব-ভেরিয়েন্ট BA.5.1-এও আক্রান্ত ছিলেন।

প্রতিবেদন থেকে জানা যায়, লোকটি ফাইজারের এমআরএনএ ভ্যাকসিনের দুটি ডোজ দিয়েছিলেন।

তার এ তিন রোগে আক্রান্তের বিষয়টি গত ১৯ আগস্ট জার্নাল অব ইনফেকশনে প্রকাশ করা হয়।

প্রায় এক সপ্তাহ পরে লোকটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তিনি করোনা এবং মাঙ্কিপক্স মুক্ত হয়েছেন। যদিও শরীরে একটি ছোট দাগ রয়ে গেছে। এর পর তার এইডস রোগের চিকিৎসা শুরু হয়।