একইসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন এক মা। মঙ্গলবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছবিসহ সেই মায়ের নাম ঘোষণা করেছে। খবর আনন্দবাজার।
মঙ্গলবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর দিয়ে গিনেস লিখেছে, ‘‘৯ সন্তানের মধ্যে ৫টি শিশুকন্যা। তাদের নাম, আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং চারটি শিশুপুত্র- ওমর, এলহাদজি, বাহ ও মোহাম্মদ (ষষ্ঠ)। এদের বাবা মায়ের নাম আবদেরল কাদের আরবি এবং হালিমা সিজে।’’
একইসঙ্গে গিনেস জানিয়েছে, এই প্রথম ননুপ্লেটস (একসঙ্গে একই গর্ভ থেকে ভূমিষ্ঠ নয় সন্তান) বা নবমজের জন্ম হলো, যেখানে মা এবং শিশুরা জীবিত আছে।
গিনেসের রেকর্ড অনুযায়ী- এর আগে কোনো ননুপ্লেটস কয়েক ঘন্টার বেশি বাঁচেনি। তাই ননুপ্লেটসের জন্ম একটি অত্যন্ত বিরল ঘটনা।
গত ২০২১ সালের ৪মে নয় সন্তানের জন্ম দেন মরক্কোর বাসিন্দা সিজে। তবে তার গর্ভে যে ৯টি সন্তান বড় হচ্ছে সে কথা তিনি নিজেও জানতেন না।
সিজে এবং তার চিকিৎসকেরা ভেবেছিলেন তিনি সাতটি সন্তানের জন্ম দেবেন। কিন্তু অস্ত্রোপচারের টেবিলে জানা যায় সাতটি সন্তান নয়, ৯টি সন্তানের জন্ম দিতে চলেছেন সিজে।
সেসময় গণমাধ্যমসূত্রে জানা যায়, সময়ের আগেই গর্ভাবস্থার ৩০তম সপ্তাহে প্রসব করেন তিনি। তারপর থেকে এ পর্যন্ত মা এবং সন্তানেরা সুস্থই রয়েছে। ইনস্টাগ্রামে ওই পরিবারের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছে গিনেস। যেখানে মা বাবা এবং সন্তানদের সুস্থতা কামনা করা হয়।