বাংলাদেশের একটি যৌথ উদ্ধারকারী দল ভূমিকম্পের পর তুরস্কে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দলটি এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে এবং ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে।
তুরস্কের আদিয়ামান শহরের জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় মঙ্গলবার রাতে ৮ ঘন্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছে বাবা-মা ও তাদের দুই সন্তান। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে উদ্ধার কাজ ওই দিনের মতো শেষ করা হয়।
গতকালের উদ্ধার কাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন- সিরিয়া-তুরস্কে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়াল
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান বলেন, ‘উদ্ধারকাজে সাফল্য আসায় শরীর ক্লান্ত হলেও তৃপ্ত মন নিয়ে তারা উদ্ধারকাজ শেষ করে ক্যাম্পে ফিরে গেছেন।’
এদিকে, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। আটদিন পরেও ধ্বংসস্তূপের নিচ থেকে শতশত মরদেহ উদ্ধার করা হচ্ছে। এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে সিরিয়ায় ৫ হাজার ৮০০ জন এবং তুরস্কে ৩৫ হাজার ৪১৮ জনে দাঁড়িয়েছে।