প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

একদিনের ব্যবধানে আবারও সংক্রমণ বাড়লো ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২১ ১২:২৩:৩৯ | আপডেট: ৩ years আগে
একদিনের ব্যবধানে আবারও সংক্রমণ বাড়লো ভারতে

একদিনের ব্যবধানে ভারতে আবারও দৈনিক সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুও।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৪০ জন।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।

আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ২৯ হাজার ৬৮৯ জন। যা ছিল গত ১৩২ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ। অথচ একদিনের ব্যবধানেই দেশটিতে সংক্রমণ বেড়েছে প্রায় ২০ হাজার। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪১৫ জন।

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ২২ জন। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ১৪৭ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে আরও ১ হাজার ৩৩৬ জন। এই মুহূর্তে দেশটির সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন।