প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

একদিনের ব্যবধানে ভারতে সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২১ ১১:০৮:১১ | আপডেট: ৩ years আগে
একদিনের ব্যবধানে ভারতে সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ

একদিনের ব্যবধানে ভারতে আবারও দৈনিক সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুও। সংক্রমণ-মৃত্যু বাড়লেও কমেছে সুস্থতার হার। ফলে দেশটিতে আবারও বাড়তে শুরু করেছে সক্রিয় রোগী।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। যা গতকালের চেয়ে ৪০ শতাংশ বেশি। এদিকে একই সময় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৬২ জন।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।

আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৩০ হাজার ৫৪৯ জন। মাত্র একদিনের ব্যবধানেই সংক্রমণ বেড়েছে ১২ হাজারের বেশি। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪২২ জন।

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৫৭ জন। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৯ লাখ ৩৩ হাজার ২২ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে আরও ৫ হাজার ৩৯৫ জন। এই মুহূর্তে দেশটির সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৩৫৩ জন।