গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে আর ৫ হাজার ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ১৫ হাজার ৫০৩ জনে।
ভাইরাসটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ১১৯ জনে।
একই সঙ্গে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৭৬ হাজার ১৪৪ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ৮৮ জনে।
রোববার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় গত ২৪ ঘণ্টায়ও সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৩২৬ জন। মারা গেছেন ২১৬ জন। আর দৈনিক মৃত্যুতে তালিকায় সবার ওপরে রাশিয়া। দেশটিতে একদিনে মারা গেছেন ৭৫০ জন।