প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

এক মাস পর কাবুলে মোল্লা বারাদার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২১ ১১:৩১:১৩ | আপডেট: ৩ years আগে
এক মাস পর কাবুলে মোল্লা বারাদার
মোল্লা বারাদার

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার প্রায় এক মাস পর কাবুলে ফিরেছেন।

গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বুধবার এ খবর জানিয়েছে।

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আফগানিস্তানের রাজধানী কাবুল ছেড়েছিলেন তালেবানের শীর্ষ নেতা ও অন্তর্বর্তী সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা বারাদার।

খবরে বলা হয়, বারাদার মঙ্গলবার কাবুলে ফিরেছেন সেখানে তিনি রাষ্ট্রপতির আবাসিক ভবন ও প্রেসিডেন্ট প্যালেসে অবস্থান করছেন।

খবরে আরও বলা হয়, কাবুলে পৌঁছানোর পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বারাদারের নিরাপত্তার জন্য সরকারি বাহিনী পাঠিয়েছিলেন। কিন্তু বারাদার জানান তার নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে, সরকারি নিরাপত্তার তিনি প্রয়োজন বোধ করছেন না।

১০ সেপ্টেম্বর কাবুলে প্রেসিডেন্ট প্যালেসে তালেবান নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে বারাদার ও হাক্কানি নেটওয়ার্কের অন্যতম নেতা খলিল হাক্কানির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাদের অনুসারীরাও পরষ্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। এই ঝামেলার পরই বারাদার কাবুল ছেড়ে কান্দাহার চলে গিয়েছিলেন।