একদিনের ব্যবধানে ভারতে আবারও দৈনিক সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুও।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন। যা গতকালের চেয়ে ৪০ শতাংশ বেশি। এদিকে একই সময় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৪০ জন।
এসময় নমুনা পরীক্ষার অনুপাতে ভারতে করোনা সংক্রমণের হার ছিল ১.৯৬ শতাংশ। এ নিয়ে টানা ২৩ দিন ধরে দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের হার ৩ শতাংশের নিচে অবস্থান করছে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।
আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ২৫ হাজার ১৬৬ জন। মাত্র একদিনের ব্যবধানেই সংক্রমণ বেড়েছে ১০ হাজারের বেশি। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪৩৭ জন।
এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জন। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন।
ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৯২৩ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে আরও ২ হাজার ৪৩১ জন। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪১৫ জন।