প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

এখন যুদ্ধের সময় নয়, পুতিনকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২ ২০:২৬:২৫ | আপডেট: ২ years আগে
এখন যুদ্ধের সময় নয়, পুতিনকে মোদি

উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে মোদি পুতিনকে বলেছেন, এখন যুদ্ধের সময় নয়। গত ২৪ ফেব্রিয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন ৮ মাসে গড়িয়েছে। খবর আল-জাজিরা, এনডিটিভির।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন মোদি-পুতিন। সেইসময় মোদি পুতিনকে বলেছেন, আমি জানি এখন যুদ্ধ করার সময় নয়।

অন্যদিকে পুতিন মোদিকে জানান, তিনি ইউক্রেনে সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান চান, যা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। সেইসঙ্গে তিনি ইউক্রেনে সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের ব্যাপারটি বুঝেছেন।

রুশ এই প্রেসিডেন্ট মোদিকে বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে আমি আপনার অবস্থান ও উদ্বেগ জানি। যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধে আমরা আমাদের সর্বোচ্চটা করবো।

এছাড়া এই দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ভারত প্রকাশ্যে রাশিয়া কোনো সমালোচনা করেনি। উল্টো দেশটি থেকে তেল, কয়েল ও অন্যান্য পণ্য বেশি করে কিনেছে।