প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অনুব্রত মণ্ডল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২২ ১৫:২৫:১১ | আপডেট: ২ years আগে
অনুব্রত মণ্ডল গ্রেপ্তার
সংগৃহীত

গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তিনি প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার সকালে বীরভূমের শান্তিনিকেতন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অনুব্রত মণ্ডলের বাড়ি তল্লাশি করছেন‌ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত অনুব্রতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন সিবিআইর গোয়েন্দারা।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে দেশটির অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)। তিনিও তৃনমূলের প্রভাবশালী নেতা। এবার অনুব্রতের গ্রেপ্তারের ঘটনায় ফের বড়সড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।