ডেল্টা, ওমিক্রন ছাড়িয়ে এবার ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত হয়েছে। এ ধরনটি সবচেয়ে বেশি সংক্রামক বলে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যার শরীরে ওই ধরন শনাক্ত হয় তিনি এরই মধ্যে ২ ডোজ করোনার টিকাই নিয়েছেন। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মুম্বাইয়ে আসা ৫০ বছর বয়সী একজন নারীর করোনা পরীক্ষা করে নতুন এ ধরণ শনাক্ত হয়।
মুম্বাই সিটি করপোরেশন জানিয়েছে, ওই নারী করোনাভাইরাসের ২ ডোজ টিকাই নিয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি যখন ভারতে আসেন তখন তার করোনার কোনো উপসর্গ ছিল না এবং পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।
তবে, জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফলে তার একটি নমুনায় ‘এক্সই’ ধরন পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনটিকে এখন পর্যন্ত পাওয়া ধরণগুলোর মধ্যে সম্ভাব্য সবচেয়ে বেশি সংক্রামক বলে অভিহিত করেছে।