প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২২ ০৯:২১:০২ | আপডেট: ২ years আগে
এবার যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে একটি হাসপাতালে বন্দুক হামলায় অনন্ত ৪ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (১ জুন) রাইফেল ও হ্যান্ডগান নিয়ে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। (খবর সিএএনএন এর)।

মার্কিন ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস সাংবাদিকদের বলেন, তুলসার সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের বাইরে অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। হামলাটি আত্মঘাতী ছিলো বলেও মন্তব্য করেন তিনি। 

ব্রুকস আরও বলেছেন, পুলিশ হামলাকারী লোকটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। তুলসার আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

তুলসা শহরটি ওকলাহোমা অঙ্গরাজ্যের রাজধানী ওকলাহোমা সিটি থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) উত্তর-পূর্বে অবিস্থিত। শহরটিতে প্রায় ৪ লাখ ১১ হাজার মানুষের বাস।