প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

এবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২২ ১৪:৩৯:৪৬ | আপডেট: ২ years আগে
এবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

একযুগে ২৬ জনের মন্ত্রিসভার সবাই পতদ্যাগের পর এবার পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দ ক্যাবরাল।

অজিত নিভার্দ সোমবার এক টুইটে তার পদত্যাগের ঘোষণা দেন। খবর রয়টার্সের।

টুইটে অজিত নিভার্দ লিখেন, “মন্ত্রিপরিষদের সব মন্ত্রীর পদত্যাগের প্রেক্ষাপটে, আমি আজ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফাপত্র জমা দিয়েছি।’

গত বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান অজিত। তিনি যখন এই দায়িত্ব পান তখন শ্রীলঙ্কা এরইমধ্যে ডুবতে শুরু করেছে। ফরেন এক্সচেঞ্জ সংকট দেখা দিয়েছে তারও অনেক আগে।

অর্থনীতিবিদ হিসেবে সুনাম থাকায় তাকে এ পদ দেয়া হয়েছিল। অল্প কয়েক দিনে বেশ কিছু পদক্ষেপও নিয়েছিলেন তিনি।

এর আগে রোববার রাতে শ্রীলঙ্কার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেন। তবে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে কিংবা তার ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করেননি।

চরম অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। এ দ্বীপরাষ্ট্রে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের ওপর সাধারণ জনগণের অসন্তোষ বাড়ছে।