প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

এবার ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২২ ১০:৩৬:২৫ | আপডেট: ২ years আগে
এবার ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো
প্রতীকী ছবি

মেক্সিকোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কেউ মারা যায়নি। মঙ্গলবার দেশটির বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে এটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর: রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

এর আগে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে পৌঁছেছে। সোমবার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

দেশটির আবহাওয়া সংস্থা জানায়, জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।