প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

এলএনজির দাম বেড়েছে ১৯০০ ভাগ, বিপাকে গরীব দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২২ ১০:৪৩:২৮ | আপডেট: ২ years আগে
এলএনজির দাম বেড়েছে ১৯০০ ভাগ, বিপাকে গরীব দেশগুলো

দুই বছর আগে এলএনজির যে দাম ছিল তার চেয়ে বর্তমানে শতকরা ১ হাজার ৯০০ ভাগ বেড়েছে বলে তথ্য দিয়েছে দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল। এতে ইউরোপের ধনী দেশগুলো পেরে উঠলেও গরীব দেশগুলো চরম সংকটে পড়েছে।

শুক্রবার মার্কিন প্রভাশালী দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিকল্প হিসেবে ইউরোপের দেশগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার কারণে গ্যাসের দাম আকাশচুম্বি হয়েছে। এজন্য বিশ্বের তুলনামূলক গরিব দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরোপের ধনী দেশগুলোর মতো তারা উচ্চমূল্যে এলএনজি নিতে পারছে না। ফলে গরিব দেশগুলোর অর্থনীতি ও শিল্প-কলকারখানার গতি স্থবির হয়ে পড়েছে।

আরও পড়ুন- শেষ রক্ষা হয়নি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন

পত্রিকার তথ্য মতে, গত দুই বছর আগে এলএনজির যে দাম ছিল তার চেয়ে বর্তমানে শতকরা ১৯০০ ভাগ বেড়েছে। সে হিসাবে এক ব্যারেল তেলের সমপরিমাণ গ্যাস কিনতে ব্যয় করতে হচ্ছে ২৩০ ডলার। অথচ সাধারণত এলএনজি সবসময় তেলের চেয়ে কম মূল্যে বিক্রি হয়। বর্তমানে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাস বিক্রি হচ্ছে ৪০ ডলারে।

উন্নয়নশীল দেশগুলো ইউরোপের সঙ্গে দামের এ প্রতিযোগিতায় টিকতে পারছে না। উড ম্যাকেঞ্জি ডাটার বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউরোপের দেশগুলো জুনের ১৯ তারিখ থেকে এ পর্যন্ত এলএনজি কেনার পরিমাণ শতকরা ৫০ ভাগ বাড়িয়েছে।