প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১ ১৯:৫৩:১২ | আপডেট: ২ years আগে
ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানান।

এদিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেন, হ্যাঁ, দুঃখজনকভাবে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত অন্তত একজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, ওমিক্রনের আক্রান্ত হয়ে অনেক লোকজন হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছে।

ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত নয় উল্লেখ করে জনসন বলেন, আমি মনে করি এটি ভাইরাসের অপেক্ষাকৃত মৃদু সংস্করণ- এমন ভাবনা পাশে সরিয়ে রাখা উচিত। এটি মানুষের মধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে তা স্বীকার করা দরকার। নতুন ভ্যারিয়েন্ট থেকে নিরাপদ থেকে 'সেরা উপায়' হলো বুস্টার ডোজ নেওয়া।

প্রায় তিন সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যেও প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। একইসঙ্গে সকলকে বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দেন তিনি।