করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় ১৮ বছর ও এর বেশি বয়সের মানুষের জন্য নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা ও ফাইজারের পর চতুর্থ টিকা হিসেবে নোভাভ্যাক্স ব্যবহার করার জন্য অনুমোদন দিলো দেশটি।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
অস্ট্রেলিয়ান টেকনিক্যাল এ্যাডভাইজরি গ্রুপ অন ইমুনাইজেশন (এটিএজিআই) কমপক্ষে তিন সপ্তাহের ব্যবধানে নোভাভ্যাক্সের দুই ডোজ টিকা দেয়ার সুপারিশ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, ফেব্রুয়ারির মধ্যে নোভাভ্যাক্সের ৫ কোটি ১০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা সহজলভ্য করার নির্দেশ দিয়েছে সরকার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ২১ ফেব্রুয়ারির মধ্যে এই কর্মসূচি শুরু করতে পারবো বলে আশা করছি।’
এদিকে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দেশটিতে নতুন করে ৪০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসময় প্রাণ হারিয়েছেন ৫৮ জন।
হান্ট বলেন, অস্ট্রেলিয়ার কিছু এলাকায় ওমিক্রন সংক্রমণের ঢেউ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এসব এলাকায় হাসপাতালে রোগি ভর্তির সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে।