প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কঙ্গোতে ভারী বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১২০

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২ ১১:৩৫:৪৬ | আপডেট: ২ years আগে
কঙ্গোতে ভারী বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১২০
সংগৃহীত ছবি

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির পর দেশটির কিনশাসা শহরের আশপাশের সকল এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। এতে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

বন্ধ হয়ে যাওয়া সড়কগুলোর মধ্যে এন-১ হাইওয়েও রয়েছে। হইওয়ে কিনশাসাকে মাতাদির প্রধান সমুদ্র বন্দরের সাথে সংযুক্ত করেছে। আগামী ৩-৪ দিন এ সড়ক বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিন-জ্যাক এমবুঙ্গানি এমবান্ডা বলেছেন, তারা এখন পর্যন্ত ১৪১ জনের প্রাণহানির খবর পেয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা আর দ্রুত নগরায়নের বিকাশ ঘটায় ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার জন্য ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কিনশাসা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে প্রায় ভারী বর্ষণ আর বন্যা দেখা যায়।

এদিকে, ২০১৯ সালে কিনশাসায় মুষলধারে বর্ষণের কারণে সেখানকার নিম্নাঞ্চলের কিছু জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। ওই সময় বন্যায় অন্তত ৩৯ জনের প্রাণহানি এবং অনেক বাড়িঘর ও সড়ক ধসে যায়।