প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কঙ্গোতে ৩৬ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩ ২১:২৪:০৭ | আপডেট: ১ year আগে
কঙ্গোতে ৩৬ জনকে হত্যা

কঙ্গোর পূর্বাঞ্চলীয় এক গ্রামে রাতভর হামলা চালিয়ে দুর্বৃত্তরা। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা ও সিভিল সোসাইটি গ্রুপের প্রধান বৃহস্পতিবার বলেছেন, ধারণা করা হচ্ছে হামলাকারীরা অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য।

এডিএফ উগান্ডাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। এটি মধ্য আফ্রিকায় আইএসের সহযোগী হিসেবে কাজ করে এবং কঙ্গোর গ্রামে একের পর এক প্রাণঘাতী হামলা চালায়।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুকন্দি গ্রামে দুর্বৃত্তরা হামলা চালায়।

প্রাদেশিক গভর্নর কার্লি কাসিচিতা এক টুইটার পোস্টে বলেছেন, বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু নারী ও বয়স্করা আছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।