প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে জঙ্গি হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩১:২১ | আপডেট: ১ year আগে
করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে জঙ্গি হামলায় নিহত ৭

পাকিস্তানের করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে জঙ্গি হামলা ও পরে পুলিশের অভিযানে অন্তত সাত জন নিহত হয়েছেন। (খবর ডন-এর)

শুক্রবার সন্ধ্যায় পুলিশের পোশাক পরেই পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা শুরু করে জঙ্গিরা।

করাচি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল তাৎক্ষণিকভাবে জানান, ৩০ জন পুলিশ সদর দপ্তরের ভেতর থাকতে পারে। পরে জঙ্গিদের বিরুদ্ধে সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে করাচি সদর দপ্তর পুনরায় নিজেদের দখলে নেয় পুলিশ।

পুলিশের অভিযানে তিন জঙ্গিকে হত্যা করা হয়। এ ঘটনায় তিন পুলিশ ও একজন বেসামরিক ব্যক্তিও নিহত হন। আহত হন আরও ১৪ জন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর ও বাকি ১৩ জনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদর দপ্তরের ভেতর থেকে বড় ধরনের বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পান তারা।

এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান।