করোনা আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশন রয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কংগ্রেস প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কয়েক দিন আগেই জয়পুর সফরে গিয়েছিলেন সোনিয়া। সেখান থেকে ফেরার পর থেকে একের পর এক কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এর মধ্যে বুধবার সন্ধ্যায় হালকা জ্বর এসেছিল সোনিয়ার। অন্যান্য উপসর্গও ছিল।
এরপর পরীক্ষা করতেই করোনা পজিটিভ হোন তিনি। বর্তমানে আইসোলেশনে রয়েছেন কংগ্রেসের এ নেত্রী।
কংগ্রেস মুখপাত্র জানান, সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করা অনেকেই করোনা আক্রান্ত। তবে দ্রুত সুস্থ হচ্ছেন কংগ্রেস নেত্রী।