প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনাকালীন দ্বিতীয় হজ পালনে মক্কায় হজযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২১ ১৭:০২:০৪ | আপডেট: ৩ years আগে
করোনাকালীন দ্বিতীয় হজ পালনে মক্কায় হজযাত্রীরা

করোনায় বিপর্যস্ত বিশ্বে দ্বিতীয়বারের মতো হজ পালনে শনিবার মক্কায় পৌঁছেছেন হজযাত্রীরা।

এবার প্রায় ৬০ হাজার মুসল্লিকে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে তারাই এবার অংশ নিতে পারছেন যারা ভ্যাকসিন নিয়েছেন।

গত বছর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হজ কার্যক্রমে কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবারও তারা তাদের সেই সাফল্য ধরে রাখতে চান।

এ বছরও লটারির মাধ্যমে হজ পালনকারীদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। এবারের হজের কার্যক্রম ২০২০ সালের চেয়ে কিছুটা বাড়ানো হলেও সাধারণ সময়ের চেয়ে অনেক সীমিত করা হয়েছে। তবে হজে আবারও নিষেধাজ্ঞার জন্য বিরক্তি প্রকাশ করেছেন মুসল্লিরা।

প্রতি তিন ঘণ্টায় ৬ হাজার লোক কাবাঘর তাওয়াফ করতে আসবে। হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম আল সায়েদ এএফপিকে বলেন, এক দলের তাওয়াফ করা শেষ হলে জীবণুমুক্তকরণ প্রক্রিয়া চালানো হবে।

হজ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। এটি ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি। ২০১৯ সালে হজ পালন করতে ২৫ লাখ মুসলিম সমাবেত হয়েছিল মক্কায়।

এবার হজের আনুষ্ঠানিকভাবে শুরু হবে রোবাবার। এর কার্যক্রম চলবে পাঁচ দিনব্যাপী। 

এবারও হজ আদায়ের সুযোগ সৌদি আরবে অবস্থানরতদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাই বাংলাদেশ থেকে গতবারের মতো এবারও কেউ হজে যেতে পারেননি।