প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনাভাইরাস: বিশ্বে আক্রান্ত ৬৬ কোটি ৭২ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩ ১৪:১৬:০৯ | আপডেট: ১ year আগে
করোনাভাইরাস: বিশ্বে আক্রান্ত ৬৬ কোটি ৭২ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৬ কোটি ৭২ লাখ অতিক্রম করেছে।

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট

আক্রান্তের সংখ্যা ৬৬ কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৮০ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৭ লাখ ছয় হাজার ৬৭৯ জনে পৌঁছেছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৩০ লাখ ৪৮ হাজার ৮৮৫ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ২০ হাজার ৮০৪ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে শুক্রবার পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৬০৪ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭০৭ জনে।