করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে রোববার মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কেপটাউনে সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লাকের স্মরণানুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এরপর থেকেই অসুস্থ বোধ করছিলেন সিরিল রামাফোসা। পরে তিনি করোনাভাইরাস পরীক্ষা করান।
৬৯ বছর বয়সী রামাপোসা শারীরিকভাবে চাঙ্গা আছেন এবং তার কোভিড-১৯ এর লক্ষণ মৃদু বলে জানিয়েছে তার দপ্তর। পরবর্তী এক সপ্তাহ তিনি স্বেচ্ছা আইসোলেশনে থাকবেন বলেও জানানো হয়েছে।
তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে সিরিল রামাফোসার করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে কি না স্পষ্ট করা হয়নি।