প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় আরও ৮ হাজার ৬৫২ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২১ ১০:১২:৩৩ | আপডেট: ৩ years আগে
করোনায় আরও ৮ হাজার ৬৫২ মৃত্যু

বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৮ হাজার ৬৫২ জন।

একই সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৩৯ হাজার ৮৬৩ জন। আর এসময় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ১৯৯ জন।

শনিবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪১ লাখ ৬০ হাজার ২১৭ জন।

এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ১৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৮৬২ জন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গতকালের চেয়ে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।

আগেরদিন বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ১৩১ জন। এদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৫ লাখ ৪৬ হাজার ৬৪৪ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৬৯ হাজার ৮৯৭ জন।