প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২১ ০৯:২০:০২ | আপডেট: ৩ years আগে
করোনায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজার প্রাণহানি

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৫৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরও ৪ লাখ ৪২ হাজার ৭৩১।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার ৭৫ জনের। মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৫৭ হাজার ৩৭০ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২৬৬ জন।

করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। মারা গেছেন ১ হাজার ৯৩৭ জন।

যুক্তরাজ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৬০ জন। মারা গেছেন ১২৪ জন।

এছাড়া তুরস্কে নতুন রোগী ৩০ হাজার ২০১, মারা যান ১৮৮ জন। রাশিয়ায় নতুন রোগী ২৭ হাজার ২৪৬, মৃত্যু ৯৩৬ জন, ভারতে নতুন রোগী ১৯ হাজার ৮৭০, মৃত্যু ২৪৮।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।