প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় বিশ্বে ফের বেড়েছে মৃত্যু-শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২১ ০৯:১৩:৪৬ | আপডেট: ৩ years আগে
করোনায় বিশ্বে ফের বেড়েছে মৃত্যু-শনাক্ত

করোনায় সারা বিশ্বে মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। আর নতুন শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষ।

মঙ্গলবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৭২ হাজার ৩৩১ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯০ লাখ ১ হাজার ৬৭৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৫৮৭ জন এবং মারা গেছেন ৩৫০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৩৪ হাজার ৫৩৫ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৫৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৪০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ৪ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৭২ জনের।