প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় বেড়েছে মৃত্যুর হার, কমেছে আক্রান্ত: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২ ১৮:৩২:০৮ | আপডেট: ২ years আগে
করোনায় বেড়েছে মৃত্যুর হার, কমেছে আক্রান্ত: ডব্লিউএইচও
সংগৃহীত

টানা পাঁচ সপ্তাহ করোনাভাইরাসে মৃত্যু হ্রাস পাওয়ার পর গত সপ্তাহে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার মহামারি সম্পর্কে প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানায়।

ডব্লিউএইচও আরও বলেছে, তবে করোনাভাইরাস আক্রান্তের হ্রাস অব্যাহত রয়েছে। গত সপ্তাহে প্রায় ৩২ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে সংক্রমণের হার চূড়ায় পৌঁছানোর পর থেকেই করোনা সংক্রমণের হার হ্রাস পেয়েছে। তবে এসময়েও কিছু অঞ্চলে সংক্রমণের হার ঊর্ধ্বগতি ছিল। যেমন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংক্রমণ যথাক্রমে ৫৮ শতাংশ এবং ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে আট হাজার ৭০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে আমেরিকায় ২১ শতাংশ এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।