করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ফাইজারের একটি পরীক্ষামূলক ট্যাবলেট গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে ৮৯ শতাংশ কার্যকর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে এ দাবি করেছে কোম্পানিটি।
শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
‘পাক্সলোভিড’ নামের এ ওষুধটি বয়স্ক ও গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের জন্য তৈরি করা হয়েছে। মার্ক শার্প অ্যান্ড ডোহমে (এমএসডি)-র উদ্ভাবিত একই ধরনের একটি ট্যাবলেট অনুমোদন পাওয়ার একদিন পর এ ঘোষণা দিলো ফাইজার।
কোম্পানিটির দাবি, প্রাথমিক ফলাফল এত বেশি ইতিবাচক ছিল যে তারা ক্লিনিক্যাল ট্রায়াল নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিয়েছে।
ফাইজারের ওষুধটি প্রটিজ ইনহিবিটর নামে পরিচিত। এমএসডির ট্যাবলেটের চেয়ে এটি কিছুটা ভিন্ন পদ্ধতিতে কাজ করে।
কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র কাছে অন্তর্বর্তী পরীক্ষার ফলাফল জমা দেয়ার পরিকল্পনা করছে।