প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনা টিকা ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২১ ১৬:২৩:৫৮ | আপডেট: ৩ years আগে
করোনা টিকা ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল নিষেধ

করোনাভাইরাসের টিকা ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে প্রাপ্তবয়স্কদের চলাচলের উপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছে দেশটি।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকা গ্রহণে লোকজনকে উদ্ধুদ্ধ করতে এবং লকডাউন এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকা ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচলের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন পাকিস্তানের বিমান পরিবহন মন্ত্রী গোলাম সারওয়ার খান।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বার্তায় এই ঘোষণা দিয়ে তিনি লিখেন, করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ নিলেই কেবল ১৮ বছর কিংবা তদুর্ধ্ব বয়সের লোকজনকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিমান ভ্রমণের অনুমতি দেওয়া হবে।

এর আগে গত সপ্তাহে করোনার টিকা না নেওয়া ব্যক্তিদের অফিসে গিয়ে কাজ করতে দেওয়া হবে না বলে জানায় দেশটির সরকার। এমনকি টিকা গ্রহণ ছাড়া শপিং মলে প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শিশুদের জন্য প্রযোজ্য নয়।

এদিকে দেশের ২২ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত ৩ কোটি মানুষকে সম্পূর্ণরূপে টিকার আওতায় এনেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ভ্যাকসিনের সংকট না থাকা সত্ত্বেও দেশটির লোকজন টিকা গ্রহণে অনাগ্রহী হয়ে পড়ছেন। এজন্য লোকজনকে টিকা গ্রহণে উদ্ধুদ্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।