প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কলকাতায় আবারও শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২২ ১৬:৫৭:২৮ | আপডেট: ২ years আগে
কলকাতায় আবারও শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। তাই সংক্রমণ প্রতিরোধে রাজ্যজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

নতুন বিধিনিষেধের আওতায় আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে সকল সব স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়।

তবে শিক্ষা-প্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মীদের অর্ধেক সংখ্যক কর্মী সশরীরে নিজ কর্মস্থলে উপস্থিত পারবেন। একইসঙ্গে সকল সরকারি ও বেসরকারি অফিসের উপস্থিতি কমিয়ে অর্ধেক করা হয়েছে।

রোববার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী রাজ্যজুড়ে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন।

মুখ্যসচিবের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল থেকেই নতুন এই বিধিনিষেধ কার্যকর করা হবে।

এদিকে হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশের মতো রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলাকালীন শুধুমাত্র অত্যাবশ্যকীয় এবং জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে। তবে সুইমিং পুল, সেলুন, স্পা, জিম, চিড়িয়াখানা, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

করোনার সংক্রমণ প্রতিরোধে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়ে হরি কৃষ্ণ দ্বিবেদী বলেন, সরকারি এবং বেসরকারি অফিসগুলো তাদের ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারে। তবে সকল প্রশাসনিক সভাগুলো ভার্চুয়ালি পরিচালনা করতে হবে।

নতুন বিধিনিষেধের আওতায় সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল করতে পারবে লোকাল ট্রেন। তবে এসময় কেবল ৫০ শতাংশ যাত্রী বহন করা যাবে। মেট্রো রেলেও নেওয়া যাবে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী। মেট্রো ও লোকাল ট্রেনে কড়াকড়ি আরোপ করলে স্বাভাবিক রাখা হয়েছে দূরপাল্লার ট্রেন চলাচল।

রাজ্যের সিনেমা হল, রেস্তোরাঁ ও বারগুলো তাদের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ গ্রাহককে নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকতে পারবে। শপিং মল, মার্কেট কমপ্লেক্স সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলতে পারবে। তবে সেখানেও প্রবেশের অনুমতি পাবেন ৫০ শতাংশ গ্রাহক।

বিয়ে এবং অন্যান্য সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিতি ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। তবে দাফন কিংবা কোনো শেষকৃত্যের অনুষ্ঠানে ২০ জনের বেশি অংশ নেওয়া যাবে না।