যাত্রী-চালক দ্বন্দ্ব রোধে এবার কলকাতায় এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বাড়িয়েছে উবার। এসি চালানো নিয়ে বাদানুবাদ হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। খবর নিউজ১৮বাংলার।
গণমাধ্যমটির খবর বলা হয়, ডিজেলের দাম বেড়েছে, কিন্তু ভাড়া বাড়েনি৷ এই যুক্তিতে ওলা-উবেরে উঠলেও এসি চালাচ্ছিলেন না চালকরা৷ তা নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে নিত্য বিবাদ বাঁধছিল৷ ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়ছিল সংস্থার কাছেও।
এই পরিস্থিতিতে কলকাতার জন্য এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বাড়িয়ে দিল উবের৷ ভাড়া বাড়িয়ে গাড়ির মালিকদের কমিশন বৃদ্ধির পথে হাঁটল সংস্থা। ভাড়া বাড়লে এসি চালানো হবে, এই যুক্তিতেই এমন পদক্ষেপ নিল সংস্থা৷
যদিও উবেরের এই সিদ্ধান্ত রাজ্য সরকার ভাল ভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ শুধু তাই নয়, এবার ওলা- উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবার ভাড়া নিয়ন্ত্রণে রাজ্য সরকার আগামী বিধানসভা অধিবেশনেই আইন আনবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷ ভাড়া বৃদ্ধি নিয়ে আগামী বুধবার উবেরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করবেন৷
উবেরে উঠলেই এখন চল্লিশ টাকা ভাড়া দিতে হয় যাত্রীকে৷ সেই ভাড়া অপরিবর্তিত রেখেও কিলোমিটার পিছু ভাড়া বাড়ানো হয়েছে৷ এতদিন কিলোমিটার পিছু উবেরের ভাড়া ছিল ১১ টাকা ৮০ পয়সা৷ ভাড়া বৃদ্ধির পর জিএসটি যোগ করে যা গিয়ে দাঁড়াবে ১৭ টাকার কাছাকাছি৷
উদাহরণ হিসেবে উবেরের তরফেই বলা হয়েছে, আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সায়েন্সি সিটি পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা যেতে লাগত ১৩৪ টাকা৷ এবার তা পড়বে ১৫০ টাকা৷ চালকরা যাতে এসি চালান, সেই নির্দেশও দেওয়া হয়েছে সংস্থার তরফে৷
অন্যদিকে উবের ভাড়াবৃদ্ধি করলেও এখনও ওলার তরফে সেরকম কোনও ঘোষণা করা হয়নি৷ তবে উবের ভাড়া বাড়ানোর পর ওলার ভাড়া বৃদ্ধিও সময়ের অপেক্ষা বলেই মনে করছেন যাত্রীরা৷