কলম্বিয়ার মধ্যাঞ্চলে ষাঁড়ের লড়াইয়ের সময় স্টেডিয়ামের কাঠের স্ট্যান্ডের কিছু অংশ ধসে পড়ে অন্তত চারজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
রোববার দেশটির টলিমা প্রদেশের এল এসপিনাল শহরের একটি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ইভেন্ট ‘কোরালেহা’ এর সময় এ দুর্ঘটনা ঘটে। এ ইভেন্টে ষাঁড়কে উত্তেজিত করতে মানুষ রিংয়ে প্রবেশ করেন।
টলিমার গভর্নর জোসে রিকার্ডো ওরোজকো স্থানীয় ব্লু রেডিওকে বলেছেন, ‘আমরা টলিমাতে হাসপাতাল নেটওয়ার্ক সক্রিয় করেছি।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত চারজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু।’
মেয়র হুয়ান কার্লোস তামায়ো বলেছেন, যে অংশটা ধসে পড়েছে সেখানে ৮০০ দর্শক বসে ছিলেন।
রোববার বিকালে টলিমার স্বাস্থ্য সচিব মার্থা প্যালাসিওস এক সংবাদ সম্মেলনে বলেন, ধসের ঘটনার পর ৩২২ জন মানুষ চিকিৎসার জন্য স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে যান।
এ ঘটনায় নিহত শিশুটির বয়স ১৮ মাস বলেও জানান তিনি। চারজন নিহত ছাড়াও আরও চারজন নিবিড় পরিচর্যায় এবং দুজন অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠছেন।