কানাডার ক্যালগেরির পশ্চিমে রকি পর্বতমালায় একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে।
শনিবার সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। বিমানটি শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্মের উদ্দেশ্যে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে যায়।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ী এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ছয় আরোহীর সকলের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং দুর্ঘটনার কারণও জানা যায়নি।