কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির ম্যানিটোবা প্রদেশে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, বাসটির বেশিরভাগ যাত্রী বয়স্ক ছিলেন। তারা ডাউফিন, ম্যানিটোবা এবং আশপাশের এলাকার বাসিন্দা।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।
দুর্ঘটনার পর দুই চালকসহ কমপক্ষে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান কর্মকর্তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিকট ইতিহাসে কানাডার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি।
ম্যানিটোবা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রব হিল বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, এ মুখোমুখি সংঘর্ষে সবমিলিয়ে ১৫ জন নিহত হয়েছেন। দুঃখজনকভাবে ম্যানিটোবা এবং কানাডার ইতিহাসে আজকের এই দিনটিকে বারবার দুঃখের সঙ্গেই মনে করা হবে।’
তিনি আরও জানান, বাসটিতে সবমিলিয়ে ২৫ যাত্রী ছিলেন। তবে দুটি গাড়ির চালকই জীবিত রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।