প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কানাডায় রেকর্ড তাপমাত্রার সেই অঞ্চলে তীব্র দাবানল

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২১ ১৩:২১:৫২ | আপডেট: ৩ years আগে
কানাডায় রেকর্ড তাপমাত্রার সেই অঞ্চলে তীব্র দাবানল

কিছুদিন আগেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটন অঞ্চলে। এবার সেখানে দেখা দিয়েছে তীব্র দাবানল। দাবানলে ওই অঞ্চলের একটি গ্রামের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার স্থানীয় সংসদ সদস্য ব্র্যাড ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসিকে ব্রাড ভিস জানান, দাবানলের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে দাবানলের হাত থেকে জীবন রক্ষা করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন লাইটনের মেয়র জ্যান পোল্ডারম্যান।

বিবিসিকে তিনি জানিয়েছেন, লাইটনে ছেড়ে আসার মতো তাদের আর অবশিষ্ট কিছুই নেই। দাবানলের আগুনে সবকিছু পুড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুনের শিখা সর্বত্র ছড়িয়ে পড়েছে। ভবন থেকে তিনি তার জীবন নিয়ে বের হয়ে যেতে পেরেছেন এজন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন।

এদিকে কিছুদিন আগেই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটন অঞ্চলে ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস (১২১ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। গত ৮৪ বছরের ইতিহাসে এটাই কানাডার সর্বোচ্চ তাপমাত্রা।

তীব্র তাপদাহে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে কানাডার জনজীবন। তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, গত পাঁচদিনে ৪৮৬ জনের মৃত্যুর খবর পেয়েছে তারা।

মৃতদের মধ্যে অধিকাংশই বয়স্ক নাগরিক। তাদের মৃত্যুর পেছনে ক্রমবর্ধমান তাপমাত্রার প্রভাব রয়েছে বলে মনে করছে স্থানীয় পুলিশ।