আফগানিস্তানের রাজধানী কাবুলের আবদুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে ২টি বোমা বিস্ফোরণ হয়ে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত অন্তত ১১ জন। খবর আল জাজিরার।
মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে জানায়, কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচি পাড়া এলাকার ওই স্কুলটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক টুইটা বার্তায় জানান, রাজধানীর শিয়া হাজারা এলাকার স্কুলটিতে আজ এ বিস্ফোরণ ঘটে। সাম্প্রতিক এ ধরনের ২টি বিস্ফোরণ ঘটেছে। এতে আমাদের শিয়া সম্প্রদায়ের অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের সকালের ক্লাস থেকে বের হওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই এলাকার বাসিন্দাদের একটি বড় অংশই শিয়া-হাজারা সম্প্রদায়ের মানুষ। আজ কাবুলের স্কুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে গত কয়েক মাসে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।