আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। (খবর আলজাজিরা)
এটি এ বছরের দ্বিতীয় বড় হামলা।
কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে। তবে তিনি নিহতের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেছেন।
জাদরান জানান, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে (১১:৩০ জিএমটি) বিস্ফোরণটি ঘটে।
দেশটির তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোমা হামলাকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল। তবে দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
কাবুলের আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তানের লেকচারার ওবায়দুল্লাহ বাহির বলেছেন; হতাহতের পরিসংখ্যানের অসঙ্গতি “অসন্তোষজনক”।