আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি একথা জানায়।
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর সাম্প্রতিক মাসগুলোতে এখানে যে একের পর এক ভয়াবহ হামলা হচ্ছে কাবুলের পূবাঞ্চালে সংঘটিত এই হামলা ছিল তার সর্বশেষ ঘটনা।
আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, এই বোমার ঘটনা তদন্তে সেখানে তালেবান নিরাপত্তা দলের একটি টিম পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এই হামলার দায়িত্ব কোনো গ্রুপ স্বীকার করেনি। এই এলাকা প্রধানত সুন্নি পশতুন অধ্যুসিত।
আরও পড়ুন- বন্দুকের বিরুদ্ধে আমেরিকানরা