প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কাবুল কারাগার থেকে মুক্ত ৩ বাংলাদেশি নাগরিক

টিবিপি ডেস্ক
১৬ আগস্ট ২০২১ ১০:৩১:৪০ | আপডেট: ৩ years আগে
কাবুল কারাগার থেকে মুক্ত ৩ বাংলাদেশি নাগরিক

কাবুল দখলের পরই বন্দি তালেবান যোদ্ধাদের মুক্তি দিতে সেখানকার প্রধান কারাগার পুল-ই-চরখির দরজা খুলে দিয়েছে তালেবানরা। আর তাতে সেখানে বন্দি থাকা ৩ বাংলাদেশিও মুক্তি পেয়েছেন।

অবৈধ ভিওআইপি ব্যবসা এবং তালেবানকে সহায়তা করার অভিযোগে মুক্তিপ্রাপ্ত তিনজনসহ চারজন বাংলাদেশি বহু বছর ধরে পুল-ই-চরখি কারাগারে বন্দি ছিলেন।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দিদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি দুজনও সম্ভবত মুক্ত হয়েছেন।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দেখভাল করার দায়িত্ব পালন করে থাকে।

মুক্তি পাওয়া তিন বাংলাদেশি হলেন- খুলনার দৌলতপুর উপজেলার মঈন আল মেজবাহ, রাজধানীর মিরপুরের (ভাসানটেক) কাওসার সুলতানা এবং ফেনীর ফুলগাজী উপজেলার উবাইদুল্লাহ হারুন।

দূতাবাসের রেকর্ড অনুযায়ী, কারাগারে থাকা চতুর্থ বাংলাদেশি সিরাজ আবদুস সাত্তারের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

এমনকি বাংলাদেশের কোন জেলা কিংবা উপজেলায় তার বাড়ি সে সম্পর্কেও দূতবাসের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম দাবি করেন, আফগানিস্তানে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক আহত কিংবা বিপদে পড়ার খবর পাওয়া যায়নি।