প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩ ০৯:৫৪:০৩ | আপডেট: ২ years আগে
কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করল তালেবান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ২০২১ সালে আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইসলামিক স্টেটের (আইএস) যে নেতাকে দায়ী বলে মনে করা হয় তাকে হত্যা করেছে তালেবান।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন কর্মকর্তারা বিবিসির ইউএস নিউজ পার্টনার সিবিএসকে বলেন, এই হামলার নেপথ্যের আইএস নেতার মৃত্যু হয়েছে কয়েক সপ্তাহ আগেই। তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি।

গোয়েন্দা তথ্য এবং সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলার জন্য ওই ব্যক্তি দায়ী বলে তারা কীভাবে জানতে পেরেছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি।

ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ ব্যাপারে খুবই আস্থাশীল যে, এই ব্যক্তিই আদতে বোমা হামলার জন্য মূল দায়ী ব্যক্তি।’

সোমবার যুক্তরাষ্ট্র বোমা হামলায় নিহত সেনাদের পরিবারকে আইএস নেতার মৃত্যুর খবর জানাতে শুরু করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তান ছেড়ে যেতে কাবুলে বিমানবন্দরে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। সে সময় সেখানে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।