প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কিয়েভে ফের রাশিয়ার মিসাইল বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৩ ১২:১০:১৬ | আপডেট: ২ years আগে
কিয়েভে ফের রাশিয়ার মিসাইল বৃষ্টি
রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সময় কিয়েভের আকাশে একটি বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত তিনজন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার রাত আড়াইটা থেকে কিয়েভে বিমান হামলার সাইরেন বাজানো হয়।

ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত তিনজন আহতের খবর পাওয়া গেছে। কিয়েভে প্রত্যক্ষদর্শীরা অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এ হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে দেখা যাচ্ছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের আকাশজুড়ে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে।

দেশটির সরকারের পক্ষ থেকে এ সময় নাগরিকদের ঘরের দরজা থেকে দূরে থাকতে বলা হয়েছে। কিয়েভ শহরের মেয়র ভিতালি ক্লিতসকো বলেন, রকেটের কিছু ধ্বংসাবশেষ কেন্দ্রীয় জেলায় পড়েছে। 

ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো বলেছেন, অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।