প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কিয়েভে রুশ বাহিনী, তুমুল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৬:১৭ | আপডেট: ২ years আগে
কিয়েভে রুশ বাহিনী, তুমুল লড়াই

ইউক্রেনের সেনাদের অব্যাহত প্রতিরোধের মুখেও দেশটির রাজধানী কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। এখন কিয়েভের পথে পথে থেমে থেকে চলছে দু’পক্ষের লাড়াই। চলছে গোলাবর্ষণও।

সংবাদ মাধ্যম বিবিসি, আলজাজিরা ও সিএনএন-এর খবরে এসব তথ্য উঠে আসে।

কিয়েভের রাস্তা একেবারেই জন ও গাড়ি শূন্য। দু’একটি প্রাইভেটকার যাও চলছে, তাও রাশিয়ার ট্যাংক দিয়ে চাপা দিয়ে চলন্ত এসব প্রাইভেটকারকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে রুশ সেনারা, এতে প্রাণহানি ঘটছে অনেক ইউক্রেনীয়র। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আলজাজিরার খবরে বলা হয়, রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনীর সাথে রাস্তার লড়াই শুরু হয়েছে। তীব্র গুলি ও বিস্ফোরণে কেঁপে উঠেছে গোলা এলাকা।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আত্মসমর্পণ না করা এবং দেশকে রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাশিয়ান সেনাবাহিনী বলেছে, তারা ইউক্রেনের মেলিটোপোল শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আকাশ ও সমুদ্র ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে দেশের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে নিষেধাজ্ঞা দেবে।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে তার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানো থেকে বিরত রেখেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের মূল সংস্থা মেটা।

জাতিসংঘ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০ হাজারেরও বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়েছে।

এদিকে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে- ‘এ মুহূর্তে আমাদের শহরের রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।’

বিবৃতিতে শহরের বাসিন্দাদের বাড়ির জানালার কাছে বা ব্যালকনিতে না যেতে সতর্ক করা হয়েছে।

এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনীর ফেসবুক পেজে দেয়া তথ্যে বলা হয়েছে, কিয়েভের ভ্যাসিলভিক এলাকায় রুশ সামরিক বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ চলছে। এতে আরও বলা হয়েছে, রাজধানী অন্যান্য এলাকা ও রাস্তায়ও এখন ‘সক্রিয় লড়াই’ চলছে।

এর পাশাপাশি কিয়েভে অবস্থানরত সাংবাদিকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কিয়েভের রাস্তায় প্রকৃতপক্ষেই তীব্র লড়াই চলছে। অনেকেই শহরের কেন্দ্রস্থলের খুবই কাছে বিস্ফোরণের বিকট শব্দ এবং গুলির শব্দ পেয়েছেন বলে জানিয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভ পুরোপুরি দখলে নেয়ার চেষ্টা করছে। এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে।