নরেন্দ্র মোদীর বহরে যুক্ত হয়েছে নতুন এক গাড়ি। এখন থেকে মেবাক এস৬৫০ মডেলের নতুন এই মার্সিডিজ গাড়িতে চড়বেন ভারতের প্রধানমন্ত্রী। মার্সিডিজ ব্র্যান্ডের নতুন এই গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় ১২ কোটি রুপি।
সম্প্রতি এই গাড়ি চড়েই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ হাউজে যান মোদী।
হিমাচলেও এই নতুন গাড়িতে দেখা গেছে মোদীকে। এছাড়াও বিভিন্ন জায়গায় মোদীর কনভয়ে এই গাড়িটি দেখা যায়।
তবে গাড়ি না বলে এটিকে ‘রক্ষাকারী বর্ম’ বলা যেতে পারে। কেননা একটি গাড়িতে যতটা সুরক্ষা দেওয়া সম্ভব তার সবটাই রয়েছে মার্সিডিজ মেবাক এস৬৫০ মডেলের গাড়িটিতে।
নতুন এই গাড়ির জানলার ভিতরের দিকে রয়েছে পলিকার্বোনেট কোটিং। জানালা ও বডি শেল এতটা উন্নত মানের যে, একে-৪৭ রাইফেল থেকে ছোঁড়া গুলিও তা ভেদ করতে পারে না। গাড়ির জানালায় পলিকার্বোনেটের আস্তরণ রয়েছে, যা প্রচণ্ড কঠিন ইস্পাত বুলেটকেও রুখে দিতে সক্ষম।
এছাড়াও গাড়িটি এক্সপ্লোসিভ রেজিস্ট্যান্ট ভেহিকল (ইআরভি) ২০১০ রেটিং প্রাপ্ত। মাত্র ২ মিটার দূরত্বে ১৫ কেজির টিএনটি বিস্ফোরণও সহ্য করতে পারবে মোদীর ব্যবহৃত নতুন এই গাড়ি। গ্যাস অ্যাটাক সামলাতে গাড়ির ভিতরে বিশেষ এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে।
গাড়িটির চারটি চাকার টায়ারই ‘ফ্ল্যাট’, অর্থাৎ টায়ার পাংচার করেও দুর্ঘটনার কবলে ফেলা যাবে না গাড়িটিকে।
জার্মানির বিখ্যাত কোম্পানির তৈরি করা গাড়িতে রয়েছে ৬ লিটারের টুইন টার্বো ভি-১২ ইঞ্জিন। এর শক্তি ৫০০ হর্সপওয়ার। ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম গাড়িটি।
এর আগে বছর দুয়েক ধরে ল্যান্ড রোভার ভোগ এবং টয়োটা ল্যান্ড ক্রুজার ব্যবহার করেছেন মোদী। এসব ছেড়ে এবার জার্মানির এ বিখ্যাত কোম্পানির গাড়িটিকে বেছে নিলেন তিনি।