প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কূটনীতিই পারে যুদ্ধ বন্ধ করতে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২২ ১০:৩৩:৩৭ | আপডেট: ২ years আগে
কূটনীতিই পারে যুদ্ধ বন্ধ করতে: জেলেনস্কি

প্রায় ৩ মাস হতে চললো ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের। এরইমধ্যে বহু স্থাপনা ধ্বংস, মৃত্যুর সংখ্যাও অনিশ্চিত। দুই দেশেরই বিপুল ক্ষতি হয়েছে।

এই যখন অবস্থা, ঠিক তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, ইউক্রেনের যুদ্ধ শুধুমাত্র “কূটনীতির মাধ্যমে” সমাধান করা যেতে পারে, অন্যকিছুতে নয়। খবর বিবিসি’র।

দেশটির জাতীয় টিভিতে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি অবশ্য প্রত্যয় ব্যক্ত করেন, তার দেশ এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জয়ী হবে।

তিনি আরও করেন, শুধুমাত্র “আলোচনার টেবিলে” এ যুদ্ধ পুরোপুরি থামাতে পারে।

ইতোমধ্যে, সেভেরোডোনেটস্ক এবং এর আশেপাশে প্রচন্ড লড়াই চলছে, যেহেতু রুশ বাহিনী পুরো লুহানস্ক অঞ্চল দখল করার প্রচেষ্টা বাড়াচ্ছে।

দক্ষিণের বন্দর নগরী মারিউপোলে যুদ্ধের সমাপ্তি রাশিয়ান সৈন্যদের অন্যত্র মোতায়েন করার জন্য মুক্ত করেছে এবং তাদের পূর্বে তাদের আক্রমণ তীব্র করার অনুমতি দিয়েছে।

স্থানীয় গভর্নর সের্হি হাইদাই বলেছেন যে রাশিয়ানরা সেভেরোডোনেটস্ককে “ধ্বংস” করছে কারণ তারা ধীরে ধীরে এটিকে ঘিরে রেখেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।