প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ক্রমাগত সাইবার হামলার শিকার আল-জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২১ ১৭:০৩:১৩ | আপডেট: ৩ years আগে
ক্রমাগত সাইবার হামলার শিকার আল-জাজিরা

গত কয়েকদিন টানা সাইবার আক্রমণের শিকার হয়েছে কাতারভিত্তিক স্যাটেলাইট নেটওয়ার্ক আল জাজিরা। কিন্তু সব ধরণের সাইবার আক্রমণ ব্যর্থ হয়েছে বলেছে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের সম্প্রচারক সংস্থাটি।

বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ক্রমাগত সাইবার আক্রমণ চালানো হয়। এসময় তাদের বিভিন্ন সংবাদ প্লাটফর্ম ও ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার এবং সেবা বিঘ্নিত করার চেষ্টা করেছিল হ্যাকাররা।

তবে সব হামলাই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে তারা জানায়, হ্যাকারদের সমস্ত আক্রমণ পর্যবেক্ষণ এবং প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আল জাজিরা। তাদের লক্ষ্য অর্জনে আমরা বাধা প্রদান করতে সক্ষম হয়েছি।

আল জাজিরা জানিয়েছে, সবচেয়ে বেশি আক্রমণ চালানো হয় রোববার। এদিন আল জাজিরার ইউটিউব চ্যানেলে ইসরায়েল এবং ফিলিস্তিনির চরমপন্থী গোষ্ঠী হামাস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়। প্রামাণ্যচিত্রে গাজায় আটক এক ইসরায়েলি বন্দীর কথাও ভয়েস রেকর্ডিং হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার ভোরে রয়টার্সের পক্ষ থেকে আল-জাজিরার সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে আর কোনো মন্তব্য করেনি।