কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন। খবর ডন।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় শুক্রবার দুপুরে ইমরান খানকে আদালতে নেওয়া হয়। শিগগিরই এ মামলায় জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে শুনানি হবে।
এর আগে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি তাকে দ্রুত মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এএনবি) নির্দেশও দিয়েছেন। এরপরেই আজ তিনি আদালতে হাজির হলেন।
ইমরান খানকে হাজির করা উপলক্ষে ইসলামাবাদ হাইকোর্টে বাড়তি পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আদালতের মূল ফটকে পেচানো কাঁটাতার ফেলে নিরাপত্তা বুহ্য সৃষ্টি করা হয়েছে।
এ ছাড়া আইএইচসি এর বাইরে অনেক আইনজীবী পিটিআই প্রধানের প্রতি সহমর্মিতা জানিয়ে স্লোগান দিচ্ছেন।