প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

খাদ্য ঘাটতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২২ ১৪:১১:১৮ | আপডেট: ২ years আগে
খাদ্য ঘাটতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান

আগামী বছর ফসল সংগ্রহ ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় বিশ্ব নেতারা জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি এ সঙ্কটের জন্য রাশিয়াকে দায়ী করে মস্কোর বিরুদ্ধে বিশ্বের ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, আফ্রিকান ইউনিয়ন ও স্পেনের মন্ত্রিরা বিশ্বের খাদ্য সঙ্কট বিষয়ে বৈঠক করেন। আর এই খাদ্য ঘাটতিকে বিভিন্ন সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রে অন্যতম উপাদান হিসেবে দেখা হচ্ছে।

ভিডিও লিংকে বক্তব্যে প্রেসিডেন্ট জেলানস্কি খাদ্য সঙ্কট সৃষ্টির জন্য সরাসরি মস্কোকে দায়ী করেন। রাশিয়া তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে এ সঙ্কট তৈরী করে।

জেলানস্কি বলেন, ‘খাদ্য সঙ্কট সৃষ্টি করে এমন কোনো দেশকে কতিপয় একনায়ক দেশ ক্ষমা করলেও বিশ্বের পক্ষ থেকে এ ব্যাপারে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি ইউক্রেন থেকে রফতানি বন্ধে বিভিন্নভাবে বাধা সৃষ্টি ও অন্যান্য ‘অনৈতিক পদক্ষেপ’ গ্রহণ করায় রাশিয়াকে দায়ী করেন। ইউক্রেন হচ্ছে খাদ্য শস্য উৎপাদনকারী প্রধান দেশ।

তিনি বলেন, ‘রাশিয়াকে এ জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘খাদ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।’

সানচেজ বলেন, ‘পেটে ক্ষুধা থাকলে শান্তি থাকে না এবং শান্তি ছাড়া আমরা ক্ষুধা মোকাবেলা করতে পারি না।’