সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় জড়িত সন্দেহে এক সৌদি নাগরিক ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন।
ফরাসি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার খালেদ আয়েধ আলওতাইবি (৩৩) নামে এক ব্যক্তিকে প্যারিসের ‘শার্ল দ্য গল’ বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।
আলওতাইবি সৌদি রয়েল গার্ডের সদস্য ছিলেন। তিনি নিজ নামেই ভ্রমণ করছিলেন এবং তাকে জুডিশিয়াল ডিটেনশনে রাখা হয়েছে বলে জানিয়েছে আরটিএল রেডিও।
খাসোগি হত্যাকাণ্ডে তুরস্কের ওয়ান্টেড তালিকায় থাকা ২৬ জন সৌদি নাগরিকের একজন হচ্ছেন এই আলওতাইবি।
জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার একটি ফ্লাইটে ওঠার সময় আলওতাইবি গ্রেপ্তার হন। তাকে তুরস্কের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হচ্ছে।