প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গভীর রাতে ৭৭ পর্যটক নিয়ে বাস খাদে, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২২ ১১:৫৫:৩৫ | আপডেট: ২ years আগে
গভীর রাতে ৭৭ পর্যটক নিয়ে বাস খাদে, নিহত ৬

ভারতের উড়িষ্যায় পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে ৬ নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও ৪২ জন। গতরাতে উড়িষ্যার গঞ্জাম ও কন্ধমল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর উড়িষ্যা টিভি’র।

গণমাধ্যমনটির খবর বলা হয়, দুর্ঘটনায় মৃত্যু হওয়া ৬ পর্যটকে বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার দারিংবারিতে বেড়াতে গিয়েছিল ৭৭ পর্যটকদের একটি দল। তাদের অধিকাংশই হাওড়ার বাসিন্দা।

মঙ্গলবার রাতে দারিংবারি থেকে বিশাখাপত্তনমের পথে রওনা হয়েছিলেন তারা। মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় আরও ৪২ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি একটি নদীখাতের বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁকের মুখে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নদীখাতে পড়ে যায়। প্রাথমিক ভাবে উদ্ধার কাজে নামেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এবং দমকলও এসে পৌঁছায়।

বুধবার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ভাঞ্জানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।